২১ বছর পর বাংলা ছবিতে রাখী গুলজার, জুনে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার “আমার বস”
দিন দুয়েক আগেই প্রকাশ্যে এসেছে ছবির মোশান পোস্টার। দেখা যাচ্ছে শিবপ্রসাদের কপালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন রাখী। আর তারপর থেকেই সিনেপ্রেমীদের কৌতূহল ক্রমবর্ধমান। শীতের সময় শ্যুটিংযের কিছু দৃশ্য জল্পনা তৈরি করেছিল। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২১ জুন মুক্তি পাচ্ছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আমার বস। আর সেই সূত্রেই আবার ২১ বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখী গুলজার।
জানা গেছে, হামি দেখে রীতিমতো প্রেমে পড়েন রাখী গুলজার, এমনকি নন্দিতা-শিবুকে ছবিটি হিন্দিতে করার অনুরোধও জানান। এরপর নতুন ছবির গল্প শোনেন। ছবির শ্যুটিং শুরু হয় ৫ জানুয়ারি। শেষমেশ মুক্তির জন্য প্রস্তুত আমার বস। উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Shrabanti Chatterjee) সঙ্গে জুটি বেঁধেছেন শিবপ্রসাদ। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), সৌরসেনী মৈত্র (Souraseni Maitra), শ্রুতি দাস (Shruti Das) সহ আরও অনেককে।
বলাবাহু্ল্য ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। প্রযোজনার দায়িত্বে উইন্ডোজ় প্রোডাকশন। আপাতত মুক্তির অপেক্ষায়।