আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি আবহাওয়া অফিসের
রবিবার সকালের দিকে কয়েকটি জেলায় তাপপ্রবাহ থাকলেও রবিবার বিকেলে ও বিশেষ করে সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এমনই জানাল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার ৮টি জেলায় হতে পারে কালবৈশাখী। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আবহাওয়া অফিসের আধিকারিক জানিয়েছেন,আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ,নদিয়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক ধরে তীব্র গরম আর তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। প্রায় সর্বত্র ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। আসন্ন ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama