কোটিপতি বন্ধুদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন মোদি, কটাক্ষ রাহুলের
লোকসভা নির্বাচনের আবহে সরগরম গোটা দেশ। কেন্দ্রের ক্ষমতা দখলের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। প্রচারে গিয়ে কংগ্রেস শিবিরকে একের পর অভিযোগ বাণে বিদ্ধ করে চলেছেন নরেন্দ্র মোদি। এবার তার পাল্টা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মোদিকে কটাক্ষ করে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কোটিপতি বন্ধুদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন।
সোশ্যাল মিডিয়ায় একাধিক তথ্য তুলে ধরে নরেন্দ্র মোদিকে তুলোধনা করার পাশাপাশি সেই টাকায় দেশ ও দশের স্বার্থে কী কী কাজ করা যেত, তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাহুল গান্ধি। কংগ্রেস নেতা বলেন, “এই অপরাধের জন্য দেশবাসী কোনওদিন নরেন্দ্র মোদিকে ক্ষমা করবে না। ” তাঁর বক্তব্য, মকুব করা টাকায় ১৬ কোটি যুবক বছরে ১ লাখ টাকার চাকরি করার সুযোগ পেত, ১৬ কোটি মহিলাকে বছরে ১ লক্ষ টাকা করে দিলে তাঁদের পরিবারের অবস্থাই বদলে যেত, ১০ কোটি কৃষক পরিবারের ঋণ মকুব করলে দেশে অগণিত কৃষক আত্মহত্যা আটকানো যেত, সারা দেশে ২০ বছরের জন্য ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া যেত, ৩ বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীর পুরো খরচ বহন করা যেত, দলিত, আদিবাসী ও অনগ্রসর সমাজের প্রতিটি যুবক স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পেত।
তিনি আরও বলেন, যে টাকায় ভারতীয়দের কষ্ট দূর করা যেত, তা আদানিদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে সাহায্য করেছে।