খবরখেলা

জুনেই মেয়াদ শেষ দ্রাবিড়ের, ICC ট্রফির খরা কাটাতে ফের কি বিদেশি কোচ?

২০১৩ সালে শেষবার ICC ট্রফি জিতেছিল ভারত। তারপর একাধিক টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করলেও ট্রফি অধরাই থেকে যায়। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে বিধ্বংসী পারফরম্য়ান্সের পরও ফাইনালে হারের মুখ দেখতে হয়। তাই এবার রোহিত শর্মাদের জন্য কোনও বিদেশি কোচ আনা হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ বিদেশি কোচদের হাত ধরেই ভারতের ঝুলিতে একাধিক আইসিসি ট্রফি এসেছে।

টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। আগামী জুন মাসেই তাঁর কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে। তারপর কি কোনও বিদেশি কোচকে নিয়োগ করা হতে পারে?  প্রশ্নের জবাবে অবশ্য BCCI-র সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, নতুন কোচ ভারতীয় হবে নাকি বিদেশি সেটি উপদেষ্টা কমিটি ঠিক করবে।

আরও পড়ুন- T20 বিশ্বকাপের দল ঘোষণা করল BCCI,পন্থ খেললেও বাদ পড়লেন কে এল রাহুল

উল্লেখ্য, ২০০০ সালে ভারতীয় দলের জন্য প্রথম বিদেশি কোচ নিয়োগ করা হয়েছিল। সেই সময় কোচ জন রাইট ও অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। জন রাইটের পর কোচ হয়েছিলেন গ্রেগ চ্যাপেল। যদিও তাঁর কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্যান্স টালমাটাল অবস্থায় ছিল। মেন ইন ব্লুদের জন্য খাতায় কলমে সবচেয়ে সফল বিদেশি কোচের নাম বলতে গেলে অবশ্যই তালিকায় থাকবেন গ্যারি কার্স্টেন। ২০১১ সালে তাঁর কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১০ সালে এক নম্বর টেস্ট টিম হয়েছিল ভারত। এরপর ডানকান ফ্লেচারের কোচিংয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাই ছিল ভারতের শেষ ICC ট্রফি। এরপর সঞ্জয় বাঙ্গার, অনিল কুম্বলে, রবি শাস্ত্রীরা ভারতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব নিলেও ট্রফি অধরাই থেকে যায়।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *