T-20 ক্রিকেটের ইতিহাসে সর্ববৃহৎ রান তাড়া করে জয় পঞ্জাবের, লজ্জার হার কলকাতার
শুক্রবার IPL-এর ৪২ তম ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। এদিন প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয়।
এদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নামেন ফিলিপ সল্ট ও সুনীল নারিন। এই জুটির ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। কিন্তু পরবর্তীতে ব্যাট করতে আসা ব্যাটাররা সেই গতিতে রান করতে পারেননি, হয়তো বাকিরা একই গতিতে রান করলে আরও কিছুটা বেশি রান হতে পারত। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬১ রান তুলতে সক্ষম হয় নাইট বাহিনী।
বিরাট টার্গেট চেজ করতে নেমে পঞ্জাবের প্লেয়াররা শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখাতে থাকে। শতরান করেন ওপেনার জনি বেয়ারস্টো। তাঁকে যোগ্য সহযোগিতা করলেন অপর ওপেনার প্রভসিমরন সিং। এরপর শেষে পঞ্জাব কিংসকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন শশাঙ্ক সিং। তিনি ব্যাট হাতে ২৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেললেন। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমেও ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব কিংস।