হলদিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ প্রদর্শন
সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হলদিয়া। এদিন লোকসভা আসনের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়ার একটি বুথে পৌঁছালে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, বুথে পৌঁছানোর পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে স্লোগান ওঠে। স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখায়। যদিও ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তাদের কথায় ভোটগ্রহণ বিঘ্নিত করতেই এই পরিকল্পনা করেছে তৃণমূল। পরে কেন্দ্রীয় বাহিনী ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনিয়ে BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে ছাপ্পা দেওয়ার অভিযোগ পেয়ে এসেছি। QRT টিমকে খবর দিয়েছি। কেউ স্লোগান দিলে আমি কী করব ?
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama