খবরমহানগররাজ্য

SSC ভবনের সামনে বিক্ষোভ চাকরিহারাদের একাংশের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি গেছে। তাই নিজেদের প্রাপ্য চাকরি ফিরিয়ে দিতে হবে। আজ এমনই দাবিতে সল্টলেকের SSC ভবনের সামনে বিক্ষোভ দেখাল চাকরিহারাদের একাংশ। আজকের এই বিক্ষোভে নেতৃত্ব দেয় বাম যুব সংগঠনের নেতৃত্বরাও। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। পরে পুলিশের সঙ্গেই শুরু হয় ধস্তাধস্তি।

জানা গেছে, এদিন বাম যুব সংগঠনের নেতৃত্বে SSC ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর তাতে সাড়া দিয়ে সামিল হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। বিক্ষোভ শেষে স্কুল সার্ভিস কমিশনকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু মিছিল এগোতেই আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বর রিশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের SSC-র শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। এছাড়া ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *