মহারাজার দরবারে রাজপোশাক ও পাগড়ি পেলেন প্রতুলচন্দ্র, জন্ম নিল জাদুকরদের পোশাকের ট্রেন্ড
পি সি সরকার। ব্রিটিশ ভারতের টাঙ্গাইল জেলায় জন্ম নেওয়া ছেলেটি কালক্রমে হয়ে ওঠেন জাদুর সম্রাট। তাঁর মঞ্চ উপস্থাপনা, অভিনয়, ভঙ্গি, আবহসংগীত, আলোকসজ্জা, উজ্জ্বল পোশাক সমস্ত কিছুই যেন একটি নতুন ধারার জন্ম দিয়েছিল। জাদুর প্রদর্শনীকে বিশ্ব দরবারে এক আলাদা মাত্রা দান করেছিল। বলা বাহুল্য তাঁর হাতেই জাদুকরদের এই পোশাকের ধারার জন্ম হয়েছিল। বোধহয় এই জন্যই আধুনিক জাদুর জনক তিনি।
শৈশব থেকেই প্রতুলের মনের এক বিরাট জায়গাজুড়ে ছিল জাদুবিদ্যা। যখন যেখানে সুযোগ পেতেন, শিখে নিতেন জাদু। পরে স্কুলের নানা অনুষ্ঠানে সেই জাদু দেখাতেন। সেদিনের সেই ছোট্ট ছেলেটি একসময় জাপান, রাশিয়া, ফ্রান্স, মিশর কাঁপিয়ে বেড়ায়। এমনকি ১৯৭১ সালের ৬ জানুয়ারি জাপানের এক প্রদর্শনীতে জাদু দেখাত দেখাতে তাঁর মৃত্যু হয়। কিন্তু জাদুকরের এই বেশভূষা এল কোথা থেকে ? এর পিছনে অবশ্য একটি গল্প রয়েছে।
১৯৩৪ সাল। প্রথমবার বিদেশের মাটিতে জাদু দেখালেন প্রতুলচন্দ্র সরকার। প্রদর্শনীর নাম দিলেন ইন্দ্রজাল। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠল পি সি সরকারের ইন্দ্রজাল। প্রথম প্রদর্শনীর সাফল্য বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করল এই বাঙালি সন্তানকে। প্রতুলচন্দ্র তখন পৃথিবীর নানা প্রান্তে ইন্দ্রজালের একের পর এক শো করে চলেছেন। এমন সময় যোধপুরের মহারাজা হনবন্ত সিংহের কাছ থেকে আমন্ত্রন এল। প্রতুলচন্দ্র সরকারকে তাঁর রাজপ্রাসাদে জাদু দেখানোর জন্য আমন্ত্রণ জানালেন স্বয়ং রাজা হনবন্ত। তবে এই আমন্ত্রণের পিছনে একটি কারণও ছিল। শোনা যায় রাজা হনবন্তও অল্পবিস্তর জাদু দেখাতেন। একবার রাজ দরবারে জাদু দেখাবেন বলে ঠিক করেন। কিন্তু তেমন সুবিধা করতে পারেনি। জাদু দেখানোর প্রস্তুতিতেও খামতি দেখা যায়। এমন সময় পি সি সরকারের ডাক পড়ে। হনবন্তের সঙ্গে পি সি সরকারের পূর্ব পরিচয় ছিল বলে জানা যায়। আর সেই সূত্রে রাজা হনবন্তের প্রাসাদে উপস্থিত হন পি সি সরকার। আর সেখানেই একটি রাজপোশাক ও পাগড়ি পরিয়ে সকলের সামনে প্রতুলচন্দ্রের পরিচয় করান রাজা হনবন্ত। এরপর পি সি সরকারের একের পর এক জাদুতে মুগ্ধ হয়ে যান সকলে। রাজার আসরে সবাই যেন নির্বাক। শুধু প্রশংসা আর কুর্নিশ জানাচ্ছেন প্রতুলচন্দ্রের এই কেরামতিকে। সেই শুরু।
সেই থেকেই ঝলমলে রাজপোশাক ও পাগড়িতে নিজের সম্রাটকে খুঁজে পায় জাদুর দুনিয়া। আর ভবিষ্যতে প্রজন্মের জাদুকরদের জন্য একটি পোশাকের ট্রেন্ড সেট হয়ে যায়।