প্রয়াত প্রধানমন্ত্রীর মা
এক শতাব্দী পার। প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। আজ ভোর সাড়ে তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। উল্লেখ্য়, আজই গান্ধীনগরে শেষকৃত্য সম্পন্ন হবে হীরাবেনের।
ইতিমধ্যেই দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্য়ুইটে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন, একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন রয়েছে।
এর আগে অসুস্থ হয়ে আমেদাবাদের এক হাসপাতালে ভর্তি ছিলেন হীরাবেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার হাসপাতালে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আপাতত ভালো রয়েছেন হীরাবেন। কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু শেষ রক্ষা হল না। শেষমেশ ১০০ বছর বয়সে পরলোক গমন করলেন।