প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা

সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি। বিদায় নিলেন আর এক কিংবদন্তী। সবাইকে খানিকটা অবাক করে দিয়ে অজানার দেশে পাড়ি দিলেন পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।

বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। পরিবার সূত্রে খবর,সকাল ১১ টা নাগাদ হাওড়ার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৪১ খ্রিস্টাব্দে হাওড়ায় জন্ম হয় ষষ্ঠীপদর। কৈশোর থেকেই সাহিত্য চর্চা শুরু। তবে হাওড়া থেকে পাকাপাকিভাবে কোথাও যাননি। আজীবন থেকেছেন হাওড়ার নিজ বাসভবনেই।

বরাবরই রোমাঞ্চের প্রতি একটা আলাদা টান ছিল। গল্প,উপন্যাসেও সেই ছাপ দেখা যায়। ১৯৮১ সালে সৃষ্টি করেন পাণ্ডব গোয়েন্দা। যা তাকে পাঠকমহলে জনপ্রিয় করে তুলেছিল। এখান থেকেই একের পর এক কমিক,টেলিভিশন ধারাবাহিকে নিজের জাদু বিস্তার করতে থাকে পাণ্ডব গোয়েন্দা। পরে সোনার গণপতি হীরের চোখ,চতুর্থ তদন্ত,কাকাহিগড় অভিযান,কেদারনাথ,হিমালয়ের নয় দেবী সহ একের পর এক সৃষ্টি। ধীরে ধীরে আপন লেখনী গুণে বাংলা সাহিত্যে নিজের এক সাম্রাজ্য় বিস্তার করেন।

২০১৭ সালে শিশুসাহিত্যে তাঁর অবদানের জন্য পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। কালের নিয়মে আর এক প্রতিভার যাত্রা থামল। চিরবিশ্রামে ভোম্বল, বাচ্চু, বিচ্ছুদের স্রষ্টা।

Leave a Reply

Your email address will not be published.