খবররাজ্য

সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারে NSG-র রোবট, কী এই যন্ত্র ?

দ্বিতীয় দফায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভালোয় ভালোয় কেটেছে রাজ্যের লোকসভা নির্বাচন। তবে বেলা বাড়তেই ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল সন্দেশখালি। শাহজাহানকে দফায় দফায় জেরা, নানা তথ্যের হদিশ আর ক্রমবর্ধমান তদন্তের সূত্রেই সন্দেশখালিতে মিলল আগ্নেয়াস্ত্রের সন্ধান। আর সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে একটি অত্যাধুনিক রোবট নিয়ে মাঠে নামল ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)। কিন্তু কী এই রোবট ? কীভাবে কাজ করে ? আসুন জেনে নেওয়া যাক।

কী এই রোবট :

সাধারণ অর্থে এটি একটি বম্ব ডিসপোজ়াল রোবট। নাম রিমোটলি অপারেটেড এক্সপ্লোসিভ ডিসপোজ়াল রোবট।
দূর থেকে বিস্ফোরক সন্ধান ও নিষ্ক্রিয় করাই এর কাজ।
প্রায় ৫০০-৬০০ মিটার দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় এই রোবটকে। এই রোবটে থাকা হাই কোয়ালিটির ক্যামেরার সার্ভার থেকে ছবি সরাসরি পৌঁছে যায় ল্যাপটপে।
এটি ব্যাকপ্যাকের মতো হয়, তাই সৈনিকরা সহজেই পিঠে বহন করতে পারে।
অসমতল জমিতে যাতায়াতের স্বার্থে রয়েছে ক্যাটারপিলার ট্র্যাক।
এর মধ্যে রয়েছে এক্স-রে ডিভাইস ও বিস্ফোরক ডিটেক্টর।
ব্যাটারি সহযোগে ঘণ্টা চারেক কাজ করতে পারে এই যন্ত্র।
উল্লেখ্য, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কাজ করতে পারে এই রোবট।

কীভাবে কাজ করে ?

এক্ষেত্রে রোবটে লাগানো ক্যামেরা প্রথমে বিস্ফারক খুঁজে বের করে। তারপর ছবি ল্যাপটপে পৌঁছালে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তা বের করে আনা হয়৷ পরে তা নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য, এদিন শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে মিলল প্রচুর পরিমাণে কার্তুজ, দেশি পিস্তল, বিদেশি রিভলভার, বোমা ও বেশ কয়েকটি পরিচয় পত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *