বিপাশার তাণ্ডবে প্লাবিত বাড়ি, নিচে মরণ ফাঁদ ; কোনওরকমে প্রাণে বাঁচলেন ৫ জন
টানা বৃষ্টি আর বিপাশার তাণ্ডবে হিমাচলের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তেমনই এক ভয়ঙ্কর দৃশ্য নজরে এল কুলুর চারুডু গ্রামে। বিপাশা নদীর তাণ্ডবে প্লাবিত বাড়ি। নিচ দিয়ে প্রবল গতিতে বয়ে চলেছে জল। যেন মরণ ফাঁদ। তার মাঝেই ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হল NDRF। দেখুন ভি়ডিয়ো :