খবরছবিঘরদেশ

সন্ধ্যায় শপথ, বাজপেয়ি ও গান্ধিজিকে শ্রদ্ধাজ্ঞাপন মোদির

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আপাতত পুরো দেশের নজর দিল্লিতে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানের উপর। তবে তার আগেই সকাল থেকে নানা কর্মসূচিতে দেখা গেছে নরেন্দ্র মোদিকে। শ্রদ্ধা জানিয়েছেন মহাত্মা গান্ধি ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে।

রাষ্ট্রীয় সমর স্মারকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি।

রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ছাড়াও শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। এই অনুষ্ঠানে দেশের নানা রাজনৈতিক দলের নতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশের নেতা-মন্ত্রীদের। 

আজকের অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী মি. পুষ্পা কমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী মি. টিশেরিং তোবগে সহ অন্যরা।

অটল বিহারী বাজপেয়িকে শ্রদ্ধা জানালেন মোদি।

প্রসঙ্গত, এবার একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি BJP। তাই নীতিশ ও নায়ডুর উপর ভরসা করেই সরকার গড়ছেন মোদি।

এবার INDIA জোটের উত্থান চমকপ্রদ। আপাতত দেখার কতটা মজবুত হতে পারে এই জোট সরকার।

রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন মোদি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *