খবরদেশ

অধরা সংখ্যাগরিষ্ঠতা, মোদির গ্যারান্টি কি এখন নীতিশ-নায়ডুর হাতে ?

চব্বিশের লোকসভা নির্বাচন না বলা ভালো চমকের লোকসভা নির্বাচন। যাবতীয় এক্সিট পোল, ওপিনিয়ন পোল, বিশ্লেষকদের সমীকরণ সবকিছুই যেন এলোমেলো করে দিয়েছে। তাই চারশো পারের ডাক এখন হাসির খোরাক মাত্র। শুধুমাত্র বঙ্গভূমি নয় রামভূমি থেকে শুরু করে দেশের নানা প্রান্তে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও ফিকে হয়ে গেছে মোদির গ্যারান্টি। বলা বাহুল্য কংগ্রেস ও বিরোধী দলগুলির চাপে BJP-র ভাগ্যে জোটেনি সংখ্যাগরিষ্ঠতা। NDA জোট সরকার গঠনের সান্ত্বনা দিলেও গেরুয়া শিবিরের অন্দরে কোথাও যেন একটা ভয় থেকে যাচ্ছে। আর সেই ভয়ের নাম N ফ্যাক্টর। নীতিশ ও নায়ডুকে নিয়েই বোধহয় এবার NDA ও INDIA-র মধ্যে শুরু হতে চলেছে দড়ি টানাটানি।

আরও পড়ুন : Lok Sabha Election Results 2024 : অধরা BJP-র একক সংখ্যাগরিষ্ঠতা,উত্তরপ্রদেশে বড় ধাক্কা

২৭২-র গণ্ডি না পেরোনোর ফলে BJP-কে এখন শরিকদের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে আগামী সরকার গঠনে দু’টি রাজনৈতিক দল বিশেষ গুরুত্বপূর্ণ। তা হল TDP ও JDU । NDA সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাতীয় রাজনীতিতে নজরে রয়েছে এই দুই দল। আজ মোদি মন্ত্রিসভার শেষ বৈঠক। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, আপাতত মজবুত সরকার গঠনে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর দিকে তাকিয়ে রয়েছেন মোদি।

আরও পড়ুন : Lok Sabha Election Results 2024 : রাজ্যে সবুজ ঝড়ে কোণঠাসা BJP, ঝুলিশূন্য বামেদের

অন্যদিকে, INDIA জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে আরও আসন দরকার। আর সেখানেও বড় অবদান থাকবে নীতীশ-নায়ডুর। তাই INDIA জোটও এই দুই নেতাকে নিজেদের দিকে টানতে মরিয়া। এদিকে আজ সন্ধ্যায় ২৭ জন বিরোধী নেতাকে নিয়ে আয়োজিত হবে বৈঠক। সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটাও দেখার বিষয়।

আপাতত সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে দিন কয়েক পরেই শপথ নিতে পারেন মোদি। আর সমীকরণ এদিক-ওদিক হলে এক চমকপ্রদ পরিস্থিতির সাক্ষী থাকবে গোটা দেশ।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *