খবরখেলা

এভাবেও ফেরা যায়! অতিরিক্ত সময়ে হারা ম্যাচ জিতে ISL-এর সেমিফাইনালে বাজিমাত মুম্বই সিটির

ফুটবলে কথিত আছে শেষ বাঁশি না বাজা পর্যন্ত সবকিছুই সম্ভব। তেমনই এক খেলার সাক্ষী থাকল আজ ইন্ডিয়ান সুপার লিগ। ISL-এর দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে বুধবার সন্ধ্যায় গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল FC গোয়া ও মুম্বই সিটি FC। নিজেদের ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখালেও খেলার শেষলগ্নে অতিরিক্ত সময়ে বাজিমাত করে বেরিয়ে গেল মুম্বই।

খেলার বয়স যখন ১৬ মিনিট, তখন ইয়াসিরের পাস করা বল থেকে গোল করে গোয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয় বরিস সিং। এরপর আক্রমণ প্রতি আক্রমণে খেলা এগিয়ে চলতে থাকে। সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে ব্যর্থ হয় মুম্বই সিটি। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ছিল গোয়া ১-০ মুম্বই সিটি।

দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকে লিড বাড়ানোর লক্ষ্যে থাকে গৌর আর্মি। অন্যদিকে খেলায় ফেরার চেষ্টা চালাতে থাকে আইল্যান্ডাররা। তবে খেলার ৫৬ মিনিটের মাথায় নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় গোয়া। পেনাল্টি বক্সের বাইরে থেকে ব্র্যান্ডন ফার্নান্দেজের জোরালো শট, প্রতিপক্ষের ডিফেন্ডারের ছোঁয়া লেগে বল জালে জড়িয়ে যায়। ২-০ ব্যবধানে এগিয়ে যায় গোয়া।

যদিও এরপরও খেলায় ফেরার চেষ্টা জারি রাখে মুম্বই সিটি। যখন সবাই ভেবেছিল জয় পেয়ে গেছে গোয়া তখনই যেন আসল খেলা শুরু করে মুম্বই। ঠিক ৯০ মিনিটের মাথায় জয়েশ রানের পাস থেকে গোল চাঙতের, ব্যবধান কমে ২-১। এরপরই খেলা যেন হঠাৎ করে মুম্বইয়ের দিকে ঘুরে যায়। ৯০+২ মিনিটের মাথায় গোল করে মুম্বইকে সমতায় ফেরায় বিক্রম প্রতাপ সিং। ফের ৯০+৬ মিনিটে চাঙতের গোল, খেলা শেষে ফলাফল দাঁড়ায় FC গোয়া ২-৩ মুম্বই সিটি FC। এক অবিশ্বাস্য কামব্যাক মুম্বই সিটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *