দুশ্চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স, জরুরি অবস্থা ঘোষণা করল WHO
করোনা একটু দুর্বল হয়েছে। এবার চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে সংক্রমণ। তাই সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে গ্লোবাল হেল্থ ইমার্জেন্সি তথা জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গতকাল WHO-র তরফে এই ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্রমেই সারা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোগ। অদূর ভবিষ্যতে যাতে এই রোগ বড় আকার ধারণ না করে, সেই জন্যই এই সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে বিশেষ কোনও নীতি বা নিয়ম চালু হচ্ছে না। নির্দিষ্ট করে কোনও দেশের জন্য বিধিনিষেধও জারি করা হয়নি। এই সিদ্ধান্ত তথা ঘোষণার মাধ্য়মে আগামী দিনে প্রতিটি দেশকে সতর্ক ও সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে।
ইতিমধ্য়েই বিশ্বের প্রায় ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। সংক্রমিতের সংখ্যা প্রায় ১৬,০০০। WHO-র মতে, বিগত দু’মাসে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। উল্লেখ্য, ভারতেও থাবা বসিয়েছে এই ভাইরাস। দেশে এই মুহূর্তে চার জনের শরীরে মাঙ্কিপক্সের হদিশ মিলেছে। যার মধ্যে কেরালায় তিন জন ও দিল্লিতে একজনের শরীরে পাওয়া গেছে মাঙ্কিপক্সের সংক্রমণ।