চকোলেট বোমা ফাটলেও এখানে CBI,NSG-র দরকার পড়ে ; সন্দেশখালি প্রসঙ্গে মমতা
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল সন্দেশখালি নিয়ে সারাদিন রাজনৈতিক মহলে চাপানউতোর দেখা দেয়। ইতিমধ্যেই এই ইস্যুতে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার সন্দেশখালিতে CBI-র অভিযান প্রসঙ্গে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেন যুদ্ধ হচ্ছে। কেন চকোলেট বোমা ফাটলেও CBI, NSG-র দরকার পড়ে?”
আজ আসানসোলের নির্বাচনী সভা থেকে গতকালের সন্দেশখালি অভিযান নিয়ে একের পর এক আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা কোথা থেকে এল তা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে।”
ভোটকে কেন্দ্র করে BJP চক্রান্ত করছে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়, “আজকে শুনলাম সন্দেশখালির BJP নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছে বোমা রেখে এবং চাকরি খেয়ে জিতে যাবে।” সন্দেশখালির ঘটনা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “পুরোটাই একতরফা ভাবে হয়। রাজ্য পুলিশকে কিছু জানানো হয় না। কোথা থেকে কী পাওয়া গেছে, কোনও প্রমাণ নেই।”