সিংহের দেশে সিংহবাহিনী
প্রবাসে পুজো। এ নতুন কিছু নয়। বাতাসে পুজোর গন্ধ পেলেই শুরু হয়ে যায় মায়ের বিদেশ ভ্রমণ। বিমানে চড়ে ইউরোপ,আমেরিকা থেকে শুরু করে ব্রাজিলের সূদুর প্রান্তে পাড়ি দেন দশভূজা। তবে এবার বাহনের দেশে পা রাখছেন মা। না এতদিন ওখানে এসব কিছুই হয়নি। প্রথমবার সিংহের দেশে হাজির সিংহবাহিনী।
হ্যাঁ সত্যি। এবার মাসাইমারায় হবে দেবীর আরাধনা। মাসাইমারা। নাম শুনলেই ঘন জঙ্গল, অ্যাডভেঞ্চার, সিংহ, মাসাই উপজাতি এগুলি মাথায় আসে। এবার আফ্রিকার এই প্রান্তেও পুজোয় মতে উঠবে মানুষজন। সৌজন্যে বাঙালি পর্যটকরা। ইতিমধ্যেই মিন্টু পালের বাড়ি থেকে রওনা দিয়েছে প্রতিমা। শিল্পীর কথায়, এর আগে নানা জায়গায় গেছে প্রতিমা। তবে এ এক নতুন অভিজ্ঞতা।
এই পুজোর অন্যতম উদ্যোক্তা হলেন বাঙালি কন্যা রাখি মিত্র সরকার। তিনি বলেন, প্রথমবার মাসাইদের দেশে মায়ের পুজো হবে। ইচ্ছে ও উদ্যোগ অনেকদিনের। শেষমেশ তার বাস্তবায়ন হল। তবে প্রথমবারে বাজেট বুঝে ও ছোটো মূর্তিতেই পুজো হচ্ছে। ভবিষ্যতে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এই রাখি মিত্র সরকারের নিজস্ব একটি ট্যুরিজম কোম্পানি রয়েছে ওখানে। বেশিরভাগ সময় ওখানেই থাকতে হয়। তা বলে পুজোর আনন্দ থেকে দূরে থাকা যায় না। সেখানকার বাঙালি পর্যটক এবং স্থানীয় মাসাই উপজাতির বাসিন্দারা একত্রিত হয়ে দেবী দুর্গার আরাধনা করবেন। শোনা যাচ্ছে, পুজোর জন্য কলকাতা থেকে তিন জন মহিলাও পাড়ি দিয়েছেন। মূলত পুজোর কাজকর্মে যুক্ত থাকবেন তাঁরা।