খবররাজ্য

Loksabha Election 2024: দ্বিতীয় দফায় বাংলার কোন কোন আসনে ভোট? প্রার্থী কারা? জানুন বিশদে

১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের পর আজ ২৬ এপ্রিল শুক্রবার দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বাংলার তিন আসনে আজ ভোটগ্রহণ হবে। উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুক্রবার। BJP-র শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ পুনর্দখলে মরিয়া চেষ্টায় তৃণমূল। 

লোকসভা ভোটের দ্বিতীয় দফায় বাংলার তিন আসনে কে কোথায় প্রার্থী?

দার্জিলিং আসনে খানিকটা অস্বস্তিতেই রয়েছে গেরুয়া শিবির। বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে ফের BJP প্রার্থী মনোনীত করায় দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বেঁকে বসেন। একই কেন্দ্রে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তিনি। তাতেও বরফ গলেনি। ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে ফের প্রকাশ্যে রাজু বিস্তা ও বিষ্ণুপ্রসাদ শর্মার বিরোধ। মানহানির অভিযোগে কালিম্পংয়ের বিধায়কের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছেন বিদায়ী সাংসদ। দার্জিলিং আসনে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে।

আরও পড়ুন- বিচারাধীন মামলা, চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য সরকার

কংগ্রেস-বাম আধিপত্যের জমানা পেরিয়ে রায়গঞ্জে গত লোকসভা নির্বাচনে পদ্ম ফুটেছিল। কিন্তু BJP-র সাংসদ দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে লড়াইয়ে পাঠিয়েছে দল। জেতা আসনে প্রার্থী বদল নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে পদ্মশিবিরকে। দেবশ্রী চৌধুরীর বদলে রায়গঞ্জ আসনে BJP-র প্রার্থী হয়েছেন কার্তিক পাল। তৃণমূল এখানে প্রার্থী করেছে একদা BJP-তে থাকা ও বর্তমানে শাসকদলের সদস্য কৃষ্ণ কল্যাণীকে।

তিন আসনের মধ্যে বালুরঘাটে হতে চলেছে টাফ ফাইট। আরও একবার BJP-র প্রার্থী করা হয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রকে। এই লোকসভা কেন্দ্রে তফসিলি ও উপজাতি ভোটই ফ্যাক্টর। এখন BJP-র রাজ্য সভাপতি আসন ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

আরও পড়ুন- দেরিতে বেতনবৃদ্ধি সিংহের জাতকদের, মেষের প্রেমে ব্যাঘাত; পড়ুন রাশিফল

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ভোটের দিন রায়গঞ্জের ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও কালিয়াগঞ্জে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। তবে লোকসভা ভোটের দ্বিতীয় দফায় রাজ্যের তিন আসনের পাশাপাশি কেরল, কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, মণিপুর, ত্রিপুরা ও জম্ম-কাশ্মীরেও ভোটগ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *