খবররাজ্য

Lok Sabha Election Results 2024 : রাজ্যে সবুজ ঝড়ে কোণঠাসা BJP, ঝুলিশূন্য বামেদের

উনিশের স্মৃতি ফিরিয়ে আবার বাজিমাত করবে BJP না কি শেষ কথা বলবে তৃণমূল ? তা নিয়েই চলছিল জল্পনা। বারবার বদলাচ্ছিল সমীকরণ। কিন্তু শেষ হাসি হাসল রাজ্যের শাসক দল তৃণমূল। উনিশের ফলাফলের ধারেকাছেও পৌঁছাতে পারল না গেরুয়া শিবির। প্রচারে সাড়া মিললেও খাতা খুলল না বামেদের। ৪২টি আসনের মধ্য়ে তৃণমূলের দখলে ২৯, BJP ১২ ও কংগ্রেসের ঝুলিতে ১টি আসন।

Live Updates :

রইল জয়ীদের তালিকা –

উত্তরবঙ্গে এখনও গেরুয়া শিবিরের প্রভাব জারি। কোচবিহার ছাড়া তেমন কোনও বড় পরিবর্তন দেখা যায়নি। এক্ষেত্রে আলিপুরদুয়ারে জয়ী মনোজ টিগ্গা। রায়গঞ্জে কার্তিক চন্দ্র পাল, জলপাইগুড়িতে জয়ন্ত কুমার রায়, দার্জিলিঙে রাজু বিস্তা, কোচবিহারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া,বালুরঘাটে সুকান্ত মজুমদার।

এর পাশাপাশি বাঁকুড়ায় অরুপ চক্রবর্তী, বর্ধমান পূর্বে শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ, আসানসোলে শত্রুঘ্ন সিনহা, যাদবপুরে সায়নী ঘোষ, মিতালি বাগ, বহরমপুরে ইউসুফ পাঠান, বনগাঁয় শান্তনু ঠাকুর, বারাসাতে কাকলী ঘোষ দস্তিদার, ব্যারাকপুরে পার্থ ভৌমিক, বসিরহাটে শেখ নুরুল ইসলাম, বীরভূমে শতাব্দী রায়, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বোলপুরে অসিত মাল, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি, দমদমে সৌগত রায়, ঘাটালে দীপক অধিকারী (দেব), হুগলিতে রচনা ব্যানার্জি,হাওড়ায় প্রসূন ব্যানার্জি,জঙ্গিপুরে খলিলুর রহমান, ঝাড়গ্রামে কালীপদ সোরেন, জয়নগরে প্রতিমা মণ্ডল জয়ী হয়েছেন।

এছাড়াও, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, মালদা দক্ষিণে ইশা খান চৌধুরি, মালদা উত্তরে খগেন মুর্মু, মথুরাপুরে বাপি হালদার, মেদিনীপুরে জুন মালিয়া, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মুর্শিদাবাদে আবু তাহের খান, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাত, রানাঘাটে জগন্নাথ সরকার, শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ জয়ী হয়েছেন।

এখনও পিছিয়ে নিশীথ প্রামাণিক।

অষ্টম রাউন্ড শেষে বসিরহাটে এগিয়ে তৃণমূল, পিছিয়ে গেল BJP।

৬ লক্ষ ভোটে এগিয়ে অভিষেক ব্যানার্জি।

দুপুর ৩টে পর্যন্ত ভোটের ফলাফল

সন্দেশখালিতে স্বপ্নভঙ্গ BJP-র। প্রায় ৫ লক্ষের লিড তৃণমূল প্রার্থীর।

দমদমে এগিয়ে সৌগত, তৃতীয় স্থানে সুজন।

ডায়মন্ড হারবারে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

যাদবপুরে ৭৫ হাজার ভোটে এগিয়ে সায়নী ঘোষ।

ঘাটালে এগিয়ে দেব।

পিছিয়ে নিশীথ প্রামাণিক, যাদবপুরে এগিয়ে সায়নী, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরি।

৩১টি আসনে এগিয়ে তৃণমূল, ১০ BJP ও কংগ্রেস ১।

মেদিনীপুরে এগিয়ে অগ্নিমিত্রা পাল।

২৬টি আসনে এগিয়ে তৃণমূল, ১৪ BJP ও কংগ্রেস ২।

৪১টি আসনের মধ্যে ২০টি তৃণমূল, ১৮টি BJP, ৩টি’তে এগিয়ে কংগ্রেস।

বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে দিলীপ ঘোষ, আলিপুরদুয়ারে পিছিয়ে BJP।

ঘাটালে এগিয়ে দেব, বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল, দমদমে এগিয়ে BJP প্রার্থী শীলভদ্র দত্ত।

তমলুকে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

৩৭টি আসনের মধ্য়ে BJP – ১৯টি, তৃণমূল -১৫টি, কংগ্রেস – ২ ও বামফ্রন্ট ১টি আসনে এগিয়ে।

আলিপুরদুয়ারে এগিয়ে মনোজ টিগ্গা।

উত্তরবঙ্গে গেরুয়া ঝড়।

যাদবপুরে এগিয়ে সায়নী, বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে দিলীপ ঘোষ।

ঘাটালে পিছিয়ে দেব, এগিয়ে হীরণ।

৪টি আসনের মধ্য়ে ৩টি’তে এগিয়ে তৃণমূল। ১ টি’তে কংগ্রেস।

ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক ব্যানার্জি।

বহরমপুর ও হুগলিতে যথাক্রমে এগিয়ে অধীর রঞ্জন চৌধুরি ও রচনা।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *