Lok Sabha Election Results 2024 : অধরা BJP-র একক সংখ্যাগরিষ্ঠতা,উত্তরপ্রদেশে বড় ধাক্কা
আবার কি গেরুয়া ঝড়ের সাক্ষী থাকবে দেশ ? শুরু হবে মোদি ৩.০। না কি ইন্ডিয়া জোটের সৌজন্যে গদি দখল করবে বিরোধীরা। আবার ক্ষমতায় ফিরবে কংগ্রেস। দেখে নিন বিস্তারিত।
Live Updates :
শেষমেশ মিলল না একক সংখ্য়া গরিষ্ঠতা। NDA জোট ম্যাজিক ফিগার পেরোলেও তা ছুঁতে পারল না BJP। অযোধ্যা থেকে শুরু করে উত্তরপ্রদেশের শক্তঘাঁটি সব জায়গাতেই যেন মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। আপাতত সরকার গঠনে মোদিকে জোটের অন্যান্য দলগুলির উপর ভরসা রাখতে হচ্ছে। ৫৪৩ আসনে NDA জোটের দখলে ২৯৪, INDIA-র দখলে ২৩২, অন্যান্য দল ১৭টি আসনে নিজেদের ক্ষমতা ধরে রেখেছ।
BJP -২৪০
কংগ্রেস – ৯৯
অন্যান্য দল – ২০৪
এখনও অধরা BJP-র একক সংখ্যাগরিষ্ঠতা,উত্তরপ্রদেশে বড় ধাক্কা।
গুজরাতে ২৪টি আসনে এগিয়ে BJP, বিহারে এগিয়ে NDA জোট, মধ্যপ্রদেশে এগিয়ে গেরুয়া শিবির।
উত্তরপ্রদেশে পিছিয়ে রয়েছে BJP।
অযোধ্যায় পিছিয়ে BJP প্রার্থী।
বারাণসীতে এগিয়ে মোদি
বারাণসীতে পিছিয়ে মোদি।
গান্ধিনগরে এগিয়ে অমিত শাহ।
INDIA-কে পিছনে ফেলে ফের এগিয়ে গেল NDA।
২৪৪টি আসনে এগিয়ে NDA, ২৪৪টি আসনে এগিয়ে INDIA, অন্যান্য ১২।
২৬৫টি আসনে এগিয়ে NDA, ২২০টি আসনে এগিয়ে INDIA, অন্যান্য ১৩।
নাগপুরে এগিয়ে নীতিন গডকড়ি।
কনৌজে এগিয়ে অখিলেশ।
বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদি।
৭৮টি আসনে ৫০টি’তে এগিয়ে NDA, INDIA – ২৭, অন্যান্য ১।
সুরাতের একটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী NDA। গণনা চলছে ৫৪২টি আসনে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews