খবরখেলা

আজ ইডেনে কলকাতা-বেঙ্গালুরু দ্বৈরথ, বিরাট রেকর্ডের সম্মুখে কোহলি

রবিবাসরীয় দুপুরে IPL-র ৩৬ তম ম্যাচে ইডেনে ফের সম্মুখ সমরে কলকাতা নাইট রাইডার্স ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই যুযুধান প্রতিপক্ষের ম্যাচ ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে। বলাবাহুল্য়, এবছর বেশ ভালোভাবেই মরশুম শুরু করেছে কলকাতা। অন্যদিকে শুরুটা মোটেও ভালো নয় বিরাটের বেঙ্গালুরুর পক্ষে। বর্তমানে পয়েন্টস টেবিলে সবার শেষে রয়েছে বিরাট বাহিনী।

আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দু’পক্ষের কাছেই, তবে ব্যাটার বিরাট কোহলির সামনে হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড। যদি আজ তিনি ৫৬ রান করতে পারেন, তাহলে কলকাতার বিরুদ্ধে তাঁর ১০০০ রান সম্পূর্ণ হবে। আর এই সুবাদে IPL- র প্রথম ক্রিকেটার হিসেবে ৩টি আলাদা আলাদা দলের বিরুদ্ধে ১০০০ রান সংগ্রহ করে ফেলবেন কিং কোহলি। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০০০ রান সম্পূর্ণ হয়েছে তাঁর।

নতুন রেকর্ডের সামনে কোহলি

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL-এ মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২০ বার জয় পেয়েছে কলকাতা এবং ১৪ বার বেঙ্গালুরু। চলতি মরশুমে কলকাতা ৬টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর ৭টি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের শেষে রয়েছে বিরাটের টিম। 

পিচ রিপোর্ট: ইডেন গার্ডেনের পিচ বরাবরই ব্যাটসম্যানদের পক্ষে সুবিধাজনক। তবে পেস বোলাররাও কিছুটা সুবিধা পেয়ে থাকে। যেহেতু আজকের ম্যাচটি দুপুরে রয়েছে তাই স্পিনাররা বড় ভূমিকা পালন করতে পারে। এই মাঠে শেষ কলকাতা ও রাজস্থান মুখোমুখি হয়েছিল, যেখানে মোট ৪৪৭ রান হয়েছিল। উইকেট পড়েছিল ১৪টি। পেস বোলাররা পেয়েছিল ৮ উইকেট ও স্পিনাররা পেয়েছিল ৫ উইকেট।

কলমে – শুভজিৎ গুহ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *