গ্রামের মহিলারা তোমাকে দেখে রিয়্যাক্ট করছে, কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ
লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূলের প্রচার তুঙ্গে। তবে সেই প্রচারে কোথাও যেন ব্রাত্য দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিক। আজ ধরা পড়ল এমনই দৃশ্য। কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার থেকে বেরিয়ে যেতে বলা হল কাঞ্চনকে। এখানেই শেষ নয়। তাঁকে নামিয়ে দেওয়া হল গাড়ি থেকে।
এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রচারে বেরোনোর পর কাঞ্চনকে দেখে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে গ্রামের মহিলারা। তাই এই সিদ্ধান্ত, কারণ তাঁকে সবার আগে আসন্ন ভোট ও মানুষজনের কথা ভাবতে হবে। এছাড়াও খানিকটা অভিযোগের সুরে কল্যাণের বক্তব্য, আর কোথাও না পাঠিয়ে কাঞ্চনকে শুধু তাঁর প্রচারেই কেন পাঠানো হচ্ছে। যদিও এনিয়ে এখনও কিছুই বলেননি কাঞ্চন মল্লিক।
কোথাও কি এই বয়সে নতুন বিয়েই কাল হল ? গ্রামবাংলার বড্ড প্রিয় দুষ্টু কাঞ্চনের ছবি বিগড়ে গেল ? রাজনৈতিক মহলে ও বিরোধীদের একাংশে কানাঘুষো তেমনই কিছু একটা শোনা যাচ্ছে। কারও কথায়, স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেই বিপাকে পড়েছেন কাঞ্চন। কোথাও যেন বিধায়কের স্বচ্ছ ছবি ও ভাবমূর্তি তলানিতে ঠেকছে। বলাবাহুল্য, বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা জায়গায় একাধিক সমালোচনা, বিতর্ক সামনে এসেছে। একান্তই ব্যক্তিগত বিষয় বলে কাঞ্চন এড়িয়ে গেলেও বর্তমানের দৃশ্য বোধহয় অন্য কথা বলছে। বাকিটা না হয় সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।