খবররাজ্য

আসছে কালবৈশাখী, বজ্রবিদ্য়ুতের সঙ্গে ঝেঁপে বৃষ্টি এই জেলাগুলিতে

অসহনীয় গরমের সঙ্গে দোসর তাপপ্রবাহ। জোড়াফলায় কার্যত নাজেহাল রাজ্য়বাসী। তবে এরই আশার আলো দেখাল আলিপুর আবাহাওয়া দপ্তর। বঙ্গে বৃষ্টি ও কালবৈশাখীর দেখা মিলতে চলেছে শীঘ্রই। রবিবার প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গ বৃষ্টি পাবে কিছুটা আগে। ৩০ এপ্রিলেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১ মে বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারেও। সঙ্গে বজ্রবিদ্য়ুৎ ও দমকা হাওয়াও বইবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, চাকরি বাতিল মামলার শুনানি আগামী সোমবার

এদিকে প্রবল পশ্চিম হাওয়ার দাপটের মাঝেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে শক্তিক্ষয় হবে পশ্চিমী গরম হাওয়ার। যার জেরে ৫ থেকে ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। এমনকি শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মোদি গ্য়ারান্টি: বিদ্য়ুতের বিল হবে জিরো, এই স্টকগুলি ছঁতে পারে আকাশ

তবে ৫ মে পর্যন্ত অব্য়াহত থাকবে অস্বস্তি। সন্ধেতে দক্ষিণের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করলেও পশ্চিমী হাওয়ার কাছে তা দুর্বল। সেকারণেই রাতেও ঘামজনিত অস্বস্তি বজায় থাকছে। তবে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস মেলায় স্বস্তিতে বুক বাঁধছে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *