চাঁদ ছোঁয়ার স্বপ্নে ভারতের উড়ান
১৪০ কোটি ভারতীয়র আশায় ভর করে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩। শুক্রবার দুপুরে শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে LVM৩-M ৪ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে এটি। আপাতত, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। সব ঠিক থাকলে ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। দেখুন সেই ভিডিয়ো :
একনজরে উড়ান সংক্রান্ত তথ্য :
ভারতীয় সময় দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দিয়েছে চন্দ্রযান ৩।
অগাস্টের ২৩-২৪ তারিখে চাঁদে নামবে এটি।
চন্দ্রাভিযানে থাকছে একটি ল্যাণ্ডার ও একটি রোভার। ল্যাণ্ডারটির নাম রাখা হয়েছে ‘বিক্রম’ আর রোভারটির নাম ‘প্রজ্ঞান’।
চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ৩।
রোভারে পাঁচটি যন্ত্র থাকবে। যা চন্দ্রপৃষ্ঠের প্রাকৃতিক চরিত্র, সেই সংলগ্ন বায়ুমণ্ডলের বিশ্লেষণ করা আর চন্দ্রপৃষ্ঠের ঠিক নীচে কী হচ্ছে তা খুঁজে দেখার কাজ করবে।
উৎক্ষেপণের ৪০ দিন পরে চাঁদের মাটিতে নামার কথা ল্যাণ্ডার বিক্রমের।