খবরবিদেশ

গাজায় বিমান হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : ইজরায়েল

প্যালেস্টিয়ানদের উপর আক্রমণের বিষয়টি নজরে রাখা হচ্ছে। এমনই জানাল ইজ়রায়েল। উল্লেখ্য, রবিবার রাতে ইজরায়েলি সেনা আকাশপথে গাজায় একটি হামলা চালায় আর তার জেরে একটি ডিসপ্লেসমেন্ট ক্যাম্পে আগুন লেগে মৃত্যু হয় প্য়ালেস্টাইনের ৪৫ জন নাগরিকের। যদিও সে দেশের সেনার বক্তব্য়, তারা হামাস জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

এনিয়ে ইজ়রায়েলের মুখপাত্র আভি হাইম্যান বলেন, “আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি , বিষয়টি গুরুতর, যে কোনও ধরনের জীবন হানি সত্য়িই ভয়ঙ্কর ও গুরুতর। আমাদের লক্ষ্য় হামাস। নাগরিকদের মৃত্যু কম করাই উদ্দেশ্য।” তিনি আরও বলেন “আসলে হামাসের ২ জঙ্গিকে লক্ষ্য করে হামলা করা হয়, এরা একাধিক হামলার জন্য দায়ী।”

এপ্রসঙ্গে ইজরায়েলি মিলিটারির বক্তব্য, তাদের আক্রমণে ওয়েস্ট ব্যাঙ্কের হামাসের ইয়াসিন রাবিয়া ও খালেদ নাগরের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্যান্ডেলে-https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *