খবর

কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জারি ১৪৪ ধারা!

বুধবার কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) সংলগ্ন এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। এদিন বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সমস্ত থানায় এই নির্দেশিকা লাগু করা হয়েছে। প্রাথমিক ভাবে আগামী ২৯ জুন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। কিন্তু কেন হঠাৎ এই নির্দেশিকা?

জানা যাচ্ছে বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন হোটেল বা বিয়ে বাড়িতে প্রায়ই ব্যবহার করা হচ্ছিল লেজার লাইট(Laser Light), যার ফলে অবতরণের সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পাইলটদের। এবিষয়ে একাধিকবার থানায় অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু সবরকম চেষ্টা করেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন। তাই এদিন লেজার লাইট ব্যবহারে লাগাম টানতেই জারি করা হল ১৪৪ ধারা।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকা থেকে কলকাতার উদ্দেশে আসা একটি বিমান লেজার লাইটের জেরে অবতরণের সময় সমস্যায় পড়ে। একই ভাবে ৩০ মার্চ দিল্লি থেকে কলকাতার উদ্দেশে আসা আরও একটি বিমানও একই ঘটনার সম্মুখীন হয়। বারবার এই ঘটনা ঘটে চলায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন যৌথভাবে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে এবং কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। হয়তো বিষয়টির গভীরতা বিবেচনা করে আগামী দিনে আরও বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর প্রশাসন সূত্রে।

বিমানবন্দর সংলগ্ন যেকোনও সামাজিক অনুষ্ঠান বা হোটেল, বারগুলিতে লেজার লাইটের ব্যবহার বাড়বাড়ন্ত। আর এই লেজার লাইট যখন বিমানের ককপিটে প্রবেশ করে তখন পাইলটদের দিক নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা হয়, ঝুঁকির মুখে পড়ে যাত্রীদের জীবন। উল্লেখ্য, এই কারণে এরআগে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর লেজার লাইট শো বন্ধ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *