আবারও পর পর পদক জয়ের ইতিহাস গড়ল ভারতীয় পুরুষ হকি দল
টোকিওর পর আবার প্যারিসে। পর পর দুবার অলিপিক্সে ব্রোঞ্জ জয় করে ভারতের মুখ উজ্জ্বল করলো পুরুষ হকি দল। ২০২০ সালে টোকিওতে জার্মানির বিরুদ্ধে ব্রোঞ্জ জিতে ভারতকে ৪১ বছরের পদকের খরা থেকে তুলে আনেন হরমনপ্রীতেরা। এবার স্পেনকে ২-১ গোলে হারিয়ে সেই জয় অব্যাহত রাখলেন তারা।
এর আগে ১৯৬৮ ও ১৯৭২ সালের অলিপিক্সে পর পর মেডেল জিতে রেকর্ড গড়ে ভারতীয় পুরুষ হকি দল। আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি। উল্লেখ্য, এটি অলিপিক্সে ভারতীয় দলের ১৩তম পদক জয়। এই নিয়ে ভারত অলিপিক্সে আটটি সোনা, দুটি রূপো ও তিনটি ব্রোঞ্জ জিতল। এই ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক হকি থেকে বিদায় নিলেন অভিজ্ঞ গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh)।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দলই। ১৮ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন স্পেনের অধিনায়ক মার্ক মিরালেস। এগিয়ে যায় স্পেন। পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ হাতছাড়া করে ভারত। যদিও দ্বিতীয় কোয়ার্টারে সেই ভুল করেনি তারা। ৩০ মিনিটের মাথায় আরও একবার পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ পেয়ে প্রথম গোলটি করে ফেলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এরপর ৩৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। এরফলেই খেলায় এগিয়ে যায় ভারত। স্পেনকে আর কোনো গোল করতে দেয়নি তারা।
পদক জয়ের পর ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, “আমার খুবই ভালো লাগছে। আরও একবার পর পর পদক জয়ের ইতিহাস গড়লাম আমরা। ভারত আর হকির জন্য আজ এক বিরাট দিন।”
তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমি ফাইনালে ওঠে ভারত। কিন্তু সেমি ফাইনালে জার্মানির কাছে হেরে যায় হরমনপ্রীতেরা। ফলে বৃহস্পতিবার ব্রোঞ্জ পদকের উদ্দেশ্যে স্পেনের বিরুদ্ধে নামে ভারত। কিন্তু এবার আর হতাশ করেনি তারা।