পেরিয়েছে ৩৬ ঘণ্টা, নৈনিতালে আগুন নেভাতে ভীমতাল লেক থেকে জল তুলছে বায়ুসেনার হেলিকপ্টার
ইতিমধ্যেই ৩৬ ঘণ্টা অতিক্রান্ত। এখনও আগুন নেভেনি। আগুনের গ্রাসে নৈনিতালের বিঘার পর বিঘা জঙ্গল। এবার আগুন নেভাতে ভারতীয় বায়ুসেনার সাহায্য নিল সেখানকার বনদপ্তর। আপাতত নিকটবর্তী ভীমতাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে Mi-17 হেলিকপ্টার।
জানা গেছে, জঙ্গল এলাকা থেকে এবার ধীরে ধীরে লোকালয়ের দিকে এগিয়ে আসছে আগুন। নতুন করে জঙ্গলের ৩১টি জায়গায় আগুন লাগানোর খবর পাওয়া গেছে। প্রায় ৩৩ একর জঙ্গল এলাকা ইতিমধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত। ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি স্থানীয়দের সাবধানে থাকার বার্তাও দিয়েছেন। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে নৈনি হ্রদে বন্ধ করা হয়েছে বোটিং। নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত পৌঁছে গিয়েছে এই আগুন। যা রীতিমতো গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপাতত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন, বনদপ্তর ও ভারতীর সেনা।