Horoscope Today: বড়সড় অর্থলাভ বৃ্শ্চিকের, কর্মক্ষেত্রে সমস্য়ায় মকর; জেনে নিন রাশিফল

Aries মেষ
বিকল্প আয়ের সুযোগ হাতছাড়া হতে পারে। তবে নতুন কোনও উদ্য়োগ শীঘ্রই লাভজনক হবে। পরিবারের জন্য়ে কিছু করতে গিয়ে ব্য়স্ত হয়ে পড়বেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে পারে।

Taurus বৃষ
অবসাদে ভুগছে এমন কোনও ব্য়ক্তির সমস্য়ার সুরাহা করতে আপনাকেই দরকার পড়বে। এই রাশির জাতকদের একাংশের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

Gemini মিথুন
কিছু অভ্য়াসের পরিবর্তনে স্বাস্থ্য়ের উন্নতি হবে। নতুন কোনও ইলেকট্রনিক ডিভাইস বা আসবাবপত্র কেনার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় সফল হতে কঠোর পরিশ্রমের প্রয়োজন। ব্য়বসায়ীদের পক্ষে শুভ দিন।

Cancer কর্কট
শরীর ঠিক থাকায় মনও ভালো থাকবে। আয়ের দিকটি উন্নত হবে ও আর্থিক সঙ্কট কাটিয়ে উঠবেন। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের অংশীদারিত্ব পাবেন। দূরপাল্লার ভ্রমণে গেলে সতর্ক থাকা প্রয়োজন।

Leo সিংহ
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন। আয় বাড়াতে বাড়তি পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। দূরে কোথাও ভ্রমণ এড়িয়ে যাওয়া ভালো।

Virgo কন্যা
নতুন গাড়ি কেনার পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্র থেকে সাময়িক বিরতি মিলতে পারে। আপনি যাই করবেন, পরিবার আপনাকে সহযোগিতা করবে ও উৎসাহ দেবে। উচ্চশিক্ষার জন্য়ে প্রচুর পরিশ্রম করতে হবে।

Libra তুলা
স্বাস্থ্য়ের প্রতি নজর না দিলে ফল ভুগতে হতে পারে। দীর্ঘদিনের বকেয়া বাবদ টাকা মিলতে পারে। পারিবারিক কোনও অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হতে পারে। সম্পত্তিগত কোনও আলোচনা গোপন রাখতে হবে।

Scorpio বৃশ্চিক
বড়সড় আর্থিক লাভ হতে পারে। পরিকল্পনামাফিক সঠিক বিনিয়োগে মুনাফা অর্জন হতে পারে। বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হতে পারে। শহরের বাইরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

Sagittarius ধনু
পূর্বের কোনও বিনিয়োগ থেকে ভালো মুনাফা মিলতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের আস্থা অর্জনে সক্ষম হবেন। পুরোনো বাড়ি নতুন করে গড়তে এখনই সঞ্চয়ে মন দেওয়া দরকার। ব্য়বসায়ীদের জন্য়ে সুখবর মিলতে পারে।

Capricorn মকর
কর্মক্ষেত্রে আজ বাধা বিঘ্ন আসতে পারে। পরিবারের কোনও ছোট সদস্য়কে পড়াশোনায় সাহায্য় করতে পারেন। পাহাড়ি জায়গায় ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রেমের প্রস্তাব মিলতে পারে।

Aquarius কুম্ভ
স্বাস্থ্য় নিয়ে চিন্তায় পড়তে পারেন তবে গুরুতর কিছু হবে না। এই রাশির জাতকদের একাংশ বড় আয়ের সুযোগ আসতে পারে। নতুন বাড়ি বা ফ্ল্য়াট কেনার পরিকল্পনা হতে পারে। পছন্দের মানুষটিকে প্রেম নিবেদন করতে পারেন।

Pisces মীন
কর্মক্ষেত্রে বাড়তি কাজের বোঝা থেকে রেহাই নিতে বিরতি নেওয়া দরকার। নতুন মানুষদের সঙ্গে সাক্ষাতে দিনটি ভালো কাটবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published.