Horoscope today 26th April: দেরিতে বেতনবৃদ্ধি সিংহের জাতকদের, মেষের প্রেমে ব্যাঘাত; পড়ুন রাশিফল
বৃষ রাশি – Taurus
স্বাস্থ্য ঠিক থাকবে। বেহিসেবি খরচে ক্ষতির সম্মুখীন হবেন। পরিবারের কারও অ্যাচিভমেন্টে গর্বিত বোধ করবেন। আপনার নামের কোনও সম্পত্তি অন্য কারও নামে হয়ে যাবে।
মেষ রাশি – Aries
ঋণ শোধ করা এখন মূল লক্ষ্য হওয়া উচিত। জীবনশৈলীর পরিবর্তন ঘটালে স্বাস্থ্যের উন্নতি সম্ভব। লম্বা ছুটিতে যেতে পারেন। সম্পত্তির মালিকানা শীঘ্রই মিলতে পারে। অহেতুক মন্তব্যে প্রেমে ব্যাঘাত আসতে পারে।
মিথুন রাশি – Gemini
মূলস্রোতে ফিরে আসার চেষ্টা সফল হবে। ভবিষ্যতের জন্যে আর্থিক পরিকল্পনার যথাযথ সময় এটিই। পরিবারের কারও খারাপ সময়ের আশঙ্কা। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
কর্কট রাশি – Cancer
কাছের লোকেদের সান্নিধ্যে দিন অতিবাহিত হবে। আত্ম-সংযমবোধে স্বাস্থ্যের উন্নতি। লোভনীয় কোনও বিনিয়োগে আর্থিক ক্ষতির আশঙ্কা।
সিংহ রাশি – Leo
আপনার জন্যে বেতনবৃদ্ধি বা বোনাস অপেক্ষা করছে। তবে তা মিলতে খানিক দেরি হবে। সড়কপথে ভ্রমণে খুব সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার যথাযথ সময়।
কন্যা রাশি – Virgo
আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। টাকা সঞ্চয়ে জোর দিতে হবে। অজান্তে না বুঝে কাছের মানুষ দুঃখ দিতে পারে। প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সঙ্গীকে সময় দেওয়া আশু প্রয়োজন।
কুম্ভ রাশি – Aquarius
কর্মক্ষেত্রে চিন্তার কোনও বিষয় শীঘ্রই সমাধান হবে। সমস্ত চিন্তা দূর করে বাড়িতে শান্তির পরিবেশ ফিরবে। নতুন কোনও স্থানে ভ্রমণের সুযোগ।
বৃশ্চিক রাশি – Scorpio
আর্থিক দিকটিতে নজর দেওয়া প্রয়োজন। বড় কোনও দায়িত্বভার আসতে পারে। ভিন্ন শহরে বা বিদেশে ভ্রমণে গিয়ে সাফল্যের নতুন দিশা খুলতে পারে। সম্পত্তি নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তুলা রাশি – Libra
নতুন কিছু উদ্যোগ গ্রহণের সম্ভাবনা রয়েছে। আয় বাড়াতে বিকল্প ভাবনার প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে চাপ কম হবে। দূরে কোথাও ভ্রমণে গিয়ে শরীর ও মন তরতাজা হবে।
মীন রাশি – Pisces
অর্থনৈতিক দিক থেকে কোনও সুখবর আসতে পারে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। শিক্ষাক্ষেত্রে বাড়তি কাজের জন্য প্রশংসা পাবেন। আজ সারাদিন ব্যস্ততায় কাটবে।
মকর রাশি – Capricorn
শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে চিকিৎসার পদ্ধতি বদল হতে পারে। বিলাসবহুল কোনও জিনিসে খরচ করতে গিয়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কারও ভুল আড়াল করতে সফল হবেন।
ধনু রাশি – Sagittarius
মানসিক শান্তি ফেরাতে ধ্যান করতে হবে। ভালো আয়ের কোনও উৎস ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। চেনেন না, জানেন না এমন কারও কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না।