প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ফুঁসছে বিপাশা নদী ; এপর্যন্ত মৃতের সংখ্যা ৫
ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতি। প্রবল বৃষ্টির জেরে ফুঁসছে বিপাশা নদী। আর এর জেরেই গাড়ি, ব্রিজ থেকে ঘরবাড়ি সব যেন খড়কুড়োর মতো ভেসে যাচ্ছে। ব্যাহত বাস ও ট্রেন পরিষেবা। ক্ষতিগ্রস্ত বহু রাস্তা। উল্লেখ্য, ইতিমধ্যেই কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন সিমলার। অন্যদিকে, চাম্বা ও কুলু জেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।
মুষলধারে বৃষ্টিতে যেন রুদ্ররূপ নিয়েছে প্রকৃতি। জারি ধ্বংসলীলা। বিশেষ করে বিপাশা নদীর ভয়াল রূপ। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ঘরবাড়ি, রাস্তা, ব্রিজ, গাড়ি কাউকে রক্ষা দেয়নি। বিপাশার জলে খড়কুটোর মতো ভেসে গেছে সব। একাধিক হড়পা বানে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। আর এর জেরেই এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।
পুলিশ-প্রশাসন সূত্রে খবর, ছোটো-বড় ধসের জেরে সবমিলিয়ে শতাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত। কুলু, মান্ডি, হামিরপুর, চাম্বা সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই কুলু জেলায় শ্রীখণ্ড মহাদেব যাত্রা স্থগিত রেখেছে প্রশাসন। পর্যটকদের শহর কাসৌলও জলমগ্ন। সোলান জেলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। আপাতত, মান্ডি ও কুলুর মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। । রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি বর্ষার মরশুমে এখনও পর্যন্ত ৩০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। তবে সর্বত্রই মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপাতত এই পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক দিনের আশায় লড়ছে গোটা হিমাচল।