তরুণ মুখ, অত্যাধুনিক প্রযুক্তি; ভোট বৈতরণী পার করতেই কি নয়া পন্থা বামেদের
৩৪ বছরের ক্ষমতা হারিয়ে বারবার ফিরে আসার চেষ্টা। কিন্তু সবুজ ঝড়ে কার্যত কোণঠাসা একসময়ের শাসক দল। এমনকি একুশের নির্বাচনে বামশূন্য বিধানসভার সাক্ষীও হতে হয়েছে। জোট করেও মেলেনি তেমন কোনও ফল। এত দুর্নীতি, অপশাসনের ইস্যুকে সামনে এনেও বঙ্গবাসীর মন জিততে কার্যত অসফল বাম ব্রিগেড। অন্তত ভোটের ফলাফল তাই বলছে। এনিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক সমালোচকদের একাংশ বামেদের পুরোনো মুখ ধরে রাখা, খোলস ছেড়ে বেরিয়ে না আসাকেই দায়ী করেছে। কেউ কেউ বলেছেন বামেদের কোনও ভবিষ্যৎ নেই। নতুন মুখ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আবহে যেন নতুন রূপে ধরা দিচ্ছে বামেরা। তা সে AI জেনারেটেড বুদ্ধবাবুর বার্তা হোক, তরুণ প্রার্থী হোক কিংবা দলের প্রতীককে ছাপিয়ে দলের হেভিওয়েট প্রার্থীদের বড় বড় কাট-আউট লাগানো। এখন দেখার এই দাওয়াই ভোট বৈতরণী পার করতে কাজে দেয় কি না?
শনিবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের AI জেনারেটেড একটি ভিডিয়ো সামনে এনে বাম সমর্থকদের রীতিমতো চমক দিয়েছে তরুণ ব্রিগেড। এর আগেও তাদের AI ব্যবহার করতে দেখা গেছে । সময়ের সঙ্গে সঙ্গে প্রচারের ধরনও বিবর্তিত হয়, বামেরাও এবার তাই সেই পথে হাঁটছে। ভিডিয়োর শুরুতেই দেখা যায় বুদ্ধবাবুকে জিজ্ঞাসা করতে, “কেমন আছেন সবাই?” যদিও এর উত্তর তিনি নিজেই দিলেন,”দেশ-দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে মানুষের ভালো থাকা সত্যিই দুস্কর।” ভিডিয়োতে তিনি সন্দেশখালির ঘটনাও উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান, নারীসুরক্ষা কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন। BJP-কেও ছেড়ে কথা বলেননি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বুদ্ধদেব। নির্বাচনী বন্ড, কর্পোরেটদের তোষণ এবং নোটবন্দির মতো প্রসঙ্গ নিয়ে তুলোধোনা করেন গেরুয়া শিবিরকে । ভিডিয়ো বার্তায় তিনি আরও বলেন, “তৃণমূলের জন্য BJP-র এই বাড়বাড়ন্ত। এক্কেবারে শেষে তিনি বাম-কর্মী ও সমর্থকদের একত্রিত হয়ে লড়ার বার্তা দেন।
আরও পড়ুন : বাঙালি মুসলিমরা বুঝতে পেরেছে মমতা কীভাবে তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, কটাক্ষ সেলিমের
জানা গেছে, দলের তরুণকর্মীরাই এই কাজটি করেছেন। ১২ জনের একটি টিম কার্যত বিনা খরচায় এটি তৈরি করেছে। অন্যান্য দলের কোটি কোটি টাকার প্রচারসজ্জার ভিড়েও নজর কেড়েছে এই অভিনব পন্থা। উল্লেখ্য, কয়েক মাস আগে বামেরা সমাজমাধ্যমে সমতা নামক এক সঞ্চালিকাকে সামনে আনে। যে কিনা খবর পড়ছে।
এখানেই শেষ নয়, এবার একাধিক কেন্দ্রে বামেদের তুরুপের তাস তরুণ মুখ। প্রচারের ক্ষেত্রেও তা এক আলাদা উন্মাদনা আছে। মিটিং, মিছিল, পথসভা সর্বত্রই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার এই অভিনব নির্বাচনী রণকৌশল কতটা প্রভাব ফেলতে পারে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama