প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও মেয়র অশোক সাউ, শোকপ্রকাশ মুখ্য়মন্ত্রীর
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মারা গেলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগরের প্রাক্তন মেয়র অশোক সাউ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিস ৭৫ বছর।
আজ ভোরে হঠাৎ করে অসুস্থ বোধ করেন তিনি। তারপর তাঁকে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাক্তন বিধায়কের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে তিনি লেখেন – অশোক সাউ একজন জাতীয়তাবাদী এবং দৃঢ় রাজনৈতিক যোদ্ধা ছিলেন। তাঁর চলে যাওয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনের সূচনা জাতীয় কংগ্রেসের হাত ধরে। প্রথমবার কাউন্সিলর হন ১৯৮১ সালে। পরবর্তীতে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চন্দননগরের মেয়র ছিলেন। ২০১০ সালে দল পরিবর্তন,যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১১ -২০১৬ সাল পর্যন্ত বিধায়ক ছাড়াও মেয়রের দায়িত্বভার সামলান তিনি।