সম্রাটহীন ফুটবল বিশ্ব

বছর দুয়েক আগে বিদায় নিয়েছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। এবার সম্রাটহীন ফুটবল বিশ্ব। প্রয়াত পেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে কোলোন ক্যানসারে ভুগছিলেন। কয়েকদিন আগে সমগ্র বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। তখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, সেখান থেকেও ব্রাজিলের ম্যাচ দেখেছেন। কিন্তু, শেষমেশ সমস্ত চেষ্টা ব্যর্থ। বিদায় নিলেন পেলে। প্রসঙ্গত, এর আগে তাঁর মৃত্য়ু নিয়ে একাধিকবার গুজব ছড়িয়েছিল। বারবার বিভ্রান্ত হয়েছেন ভক্তরা। এবারও প্রথম প্রথম একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু মেয়ের ইনস্টাগ্রামের পোস্টে সেই সংশয় দূর হয়। মেয়ে জানায়, গত কয়েকদিন ধরে বাবার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ক্যানসার ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল তাকে। শেষপর্যন্ত নিয়তির কাছে হার মানতে হল এই যোদ্ধাকেও।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পেলে। প্রথমে ব্রাজিলের ক্লাব স্যান্টোসে যোগ দেন। তারপর জাতীয় দলে সুযোগ। অল্প বয়সেই তাঁর প্রতিভা বলে নজর কাড়েন সমগ্র বিশ্বের। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছিলেন তিনি। উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডও করেছিলেন পেলে।

Leave a Reply

Your email address will not be published.