খবরদেশবিজ্ঞান-টেকচেক

মাত্র ৭ মিনিটে কনট প্লেস থেকে গুরুগ্রাম, এয়ার ট্যাক্সি পরিষেবা আনছে ইন্ডিগো ; খরচ কত ?

মাত্র ৭ মিনিটেই পৌঁছানো যাবে দিল্লির কনট প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রামে। খরচ আনুমানিক ২-৩ হাজার টাকা। বিশ্বাস না হলেও এই পরিকল্পনাই করছে ইন্ডিগোর পেরেন্ট সংস্থা ইন্টারগ্লোব। সব ঠিক থাকলে, ২০২৬ সালের মধ্যে ভারতে অল-ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা। 

ইন্টারগ্লোবের পার্টনার আর্চার অ্যাভিয়েশন জানিয়েছে, কনট প্লেস থেকে গুরুগ্রাম- এই ২৭ কিলোমিটার পথ যেতে কোনও যাত্রীর সাধারণত ৯০ মিনিট সময় লাগে, খরচ হয় আনুমানিক ১৫০০ টাকা । উল্লেখ্য, এই ইলেকট্রিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (eVTOL) এয়ারক্রাফট একজন পাইলট ছাড়া ৪ জন যাত্রী বহন করতে পারবে। হেলিকপ্টারের মতো হলেও এগুলির আওয়াজ কম এবং তুলনায় বেশি সুরক্ষিত হবে।

সংবাদ সংস্থা PTI জানিয়েছে, আর্চার অ্যাভিয়েশন ২০০টি এয়ারক্রাফট সরবরাহ করবে। দিল্লির পাশাপাশি মুম্বই ও বেঙ্গালুরুতেও এই পরিষেবা চালু হতে চলেছে। আর্চার অ্যাভিয়েশনের ফাউন্ডার ও CEO অ্যাডাম গোল্ডস্টেইন PTI-কে জানিয়েছেন, US রেগুলেটর ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)-এর সঙ্গে কথাবার্তা চলছে। FAA সার্টিফিকেট প্রদান করলে DGCA সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করবে।

সব ঠিক থাকলে ২০২৬ সালেই শুরু হচ্ছে পরিষেবা (ছবিটি প্রতীকী)

গোল্ডস্টেইন PTI-কে জানিয়েছেন, ভারতে এই পরিষেবা ২০২৬ সালে শুরু হবে এবং এই পরিষেবার জন্য ২০০টি প্লেন ব্যবহারের লক্ষ্যমাত্রা রয়েছে। আর্চার অ্যাভিয়েশনের চিফ কমার্শিয়াল অফিসার নিখিল গোয়েল PTI-কে জানিয়েছেন, এক একটি প্লেনে ৬টি ব্যাটারি প্যাক থাকবে, যেগুলি ৩০-৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

এই মার্কিন সংস্থাটি বর্তমানে বিভিন্ন পৌরসভার সঙ্গে বিমান ওঠানামার বিভিন্ন পরিকাঠামো ও অপারেশনাল দিক নিয়ে আলোচনা চালাচ্ছে। PTI-র একটি রিপোর্ট অনুযায়ী, লঞ্চপ্যাডের জন্য যে জায়গার প্রয়োজন হবে তা চূড়ান্ত করার কথাবার্তা চলছে। পাশাপাশি ফ্লাইট অপারেশন শুরুর জন্য অন্যান্য পরিকাঠামো নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে ।

কলমে- জবা সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *