দিল্লির শিশু হাসপাতালে আগুন, মৃত ৭
দিল্লির বিবেক বিহার চত্বরের একটি শিশু হাসপাতালে আগুন। এর জেরে মৃত্যু হয়েছে ৭ জন শিশুর। বাকিরা চিকিৎসাধীন।
শনিবার রাতের দিকে ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়লে দমকলকে খবর দেওয়া হয়। দমকল গিয়ে আগুন নেভায় এবং শিশুদের উদ্ধার করে। মোট ১২ জন শিশুকে উদ্ধার করে তারা। উদ্ধারের পরেই মৃত্যু হয় ৬ জন শিশুর। একজনকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে তারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকিরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
দমকলের আধিকারিক রাজেন্দ্র আটওয়াল বলেন, “রাত ১১ টা ৩২ মিনিটে অগ্নিসংযোগের খবর পায় দমকল এবং মোট ১৬টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় এবং আগুন নেভায়। ১১-১২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।