বড়বাজারে গুদামে আগুন, ঘটনাস্থানে দমকলমন্ত্রী
আজ ভোরে বড়বাজারের নাখোদা মসজিদের কাছে একটি গুদামে লাগল আগুন। খবর পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান দমকল মন্ত্রী। আশপাশের বহুতল থেকেও সবাইকে বের করে আনা হয়েছে, তাই হতাহতের কোনও খবর মেলেনি।
জানা গেছে, গুদামে প্লাস্টিক, পিচবোর্ড সহ নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকলকর্মীদের। ইতিমধ্য়েই অতি দ্রুততার সঙ্গে আশপাশের বহুতল থেকে সবাইকে বের করে আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে নিশ্চিতভাবে কোনও কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও সঠিকভাবে জানা যায়নি।
ইতিমধ্যেই ওই গুদামের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। পরের দিকে ঘটনাস্থানে পৌঁছান তাপস রায়। আর তাঁকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।