একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন ফিঞ্চ
হঠাৎই যেন বেন স্টোকসের কথা মনে পড়ে গেল। শনিবারের সকাল অস্ট্রেলিয়ার ক্রিকেটে আর এক নতুন অধ্যায়ের সাক্ষী থাকল। একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলবেন এই অজি ক্রিকেটার। শেষবারের মতো দলকে নেতৃত্ব দেবেন। টেস্ট দলে তাঁকে সেভাবে দেখা যায় না। তাই এরপর অস্ট্রেলিয়ার T20 ফরম্যাটে ব্যাট হাতে দেখা গেলেও, ওয়ানডে ক্রিকেটে আর ২২ গজে নামবেন না ফিঞ্চ। তবে সম্প্রতি ফর্মও সঙ্গ দেয়নি। চোট পেয়েছেন। সারিয়ে আবার মাঠে নেমেছেন। কিন্তু রানের খরা কাটেনি। শেষ সাত ইনিংসে মাত্র ২৬ রান করেছেন অজি অধিনায়ক। শেষ ১৩টি ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ মাত্র ১৬৯ রান। এমনকি জিম্বাবোয়ে, শ্রীলঙ্কার কাছে হারের মুখ দেখতে হয়েছে। বোধহয় সমস্ত দিক বিবেচনা করেই শেষমেশ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন।
উল্লেখ্য়, এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচে ৩৯.১৪ গড়ে ৫,৪০১ রান করেছেন এই ক্রিকেটার। ঝুলিতে রয়েছে ১৭টি সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে শতরানের তালিকায় অস্ট্রেলিয়ানদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। আপাতত ক্রিকেটের সবচেয়ে ছোটো ফরম্যাটেই মনোনিবেশ করতে চান ফিঞ্চ। অন্যদিকে, সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজের পরই নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে লড়াইয়ে এগিয়ে রয়েছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল। প্যাট কামিন্সের ভাগ্যের শিকেও ছিঁড়তে পারে।