অন্যরকমখবরদেশ

ঘর ছেড়ে ভাই এখন সন্ত্রাসবাদী, হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নিলেন জম্মু-কাশ্মীরের এই বাসিন্দা

শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। হিমালয় থেকে কন্যাকুমারী তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে ভারত। মন্ত্রী-আমলাদের বিলাস-বহুল বাড়ির ছাদ থেকে গরিবের ঝুপড়ি। ঘরে ঘরে চলছে পতাকা লাগানো। রাজপথ থেকে অলি-গলিতে পতাকা নিয়ে চলছে মিছিল। তবে এ এক অন্যরকম দৃশ্য। এবার হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নিল এক সন্ত্রাসবাদীর পরিবার।

ভারত তথা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের কাছে আতঙ্কের অন্য নাম সন্ত্রাসবাদ। যা সমূলে উৎখাত করতে সর্বদা লড়াই জারি। যা শেষ করতে দেশের বহু প্রাণ অকালে বিদায় নিয়েছে। কিন্তু আজকের ঘটনা যেন অন্য কথা বলে। জম্মু-কাশ্মীরের ডোডার এই পরিবার দেশপ্রেমের সংজ্ঞাকে বোধহয় সার্থক রূপ দেয়।

ভাই সন্ত্রাসবাদী, বর্তমানে পাকিস্তানে

তথাকথিত সমাজ, আশপাশের মানুষজন এই পরিবারকে খুব একটা ভালো চোখে দেখে না। তা অবশ্য স্বাভাবিক। এ যে এক সন্ত্রাসবাদীর পরিবার। কিন্তু তারাও এই দেশের বাসিন্দা। তাই ভারত মাতার প্রতি ভালোবাসায় কোনওরকম কার্পণ্য নেই। প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন বাড়িতেই পতাকা উত্তোলন করে ডোডা এলাকার এই পরিবার। আর এবার হর ঘর তিরঙ্গা অভিযানেও অংশ নিয়েছেন।

জীবনের পথ থেকে অন্ধকারে হারিয়ে গেছে ভাই। কিন্তু এখনও তাকে মূলস্রোতে ফেরাতে চায় অসহায় দাদা। দাদার কথায়, এ নতুন কিছু নয়। প্রতিবছরই স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করি। তবে ভাইকে বারবার মনে পড়ে। আমার ভাই একজন সন্ত্রাসবাদী। এখন পাকিস্তানে রয়েছে। খুব অল্প বয়সেই চলে যায়। আর ফেরেনি। কিন্তু এখনও তাকে ফিরে পেতে চাই। তাই এখনও অপেক্ষায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *