Jio সিনেমার নতুন প্ল্যান, দিনে ১ টাকারও কমে হাতের মুঠোয় বিনোদন
ক্রমে বৃদ্ধি পাওয়া স্ট্রিমিং প্লাটফর্মগুলিতে সাবস্ক্রিপশন নিয়ে বিনোদনের আনন্দ পেতে আগ্রহী সকলেই। এবার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে Jio সিনেমা নিয়ে এসেছে তার নতুন প্রিমিয়াম অ্যানুয়াল প্ল্যান। আসুন দেখে নেওয়া যাক কী কী থাকছে ?
✓ নতুন প্ল্যান থাকছে মাত্র ৫৯৯ টাকায়। আগে যা ছিল ৯৯৯ টাকা। উপভোক্তারা প্রথম প্রথম অফার হিসেবে পেয়ে যাবেন ৫০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ মাত্র ২৯৯ টাকায়।
✓ প্রথম ১২ মাস সম্পূর্ণ হলে প্ল্যানটি পেতে একজন উপভোক্তাকে ৫৯৯ টাকা খরচ করতে হবে।
✓ মাসিক প্ল্যানে যা যা থাকে, অ্যানুয়াল প্ল্যানেও থাকছে সেই সব কিছু।
✓ পাচ্ছেন ফ্রি ভিডিও। যাতে থাকবে HBO, Paramount, Peacock, Warner Bros. -এর প্রিমিয়াম কনটেন্ট, তাও আবার 4k রিজোলিউশনে।
✓ প্ল্যানটি সক্রিয় করার পর একজন উপভোক্তা একটি ডিভাইসে দেখতে পাবেন এই কনটেন্ট। অফলাইনে দেখার জন্য এগুলি ডাউনলোডও করা যাবে।
✓ খেলা এবং অন্যান্য লাইভ কনটেন্ট অ্যাড সহ দেখানো হবে, তবে বাকি সমস্ত কনটেন্ট অ্যাড ছাড়াই থাকবে।
✓ প্রিমিয়াম মাসিক প্ল্যানটি পেয়ে যাচ্ছেন মাত্র ৫৯ টাকায়। তবে প্রিমিয়াম অ্যানুয়াল প্ল্যানটিকেই ভ্যালু ফর মানি হিসেবে মনে করা হচ্ছে। মাসিক সাবস্ক্রিপশন প্ল্যানটি থাকছে ২৯ টাকায়।
✓ সম্প্রতি প্রিমিয়াম ফ্যামিলি সাবস্ক্রিপশনটির নতুন মূল্য ১৪৯ টাকা হলেও প্রথম মাসের জন্য এই প্ল্যানটিও মিলেছে মাত্র ৮৯ টাকায়।
যেখানে Netflix, Disney plus Hotstar ও Amazon Prime -এর মাসিক সাবস্ক্রিপশন যথাক্রমে ১৪৯ ও ২৯৯ টাকা এবং বার্ষিক প্ল্যান ১৪৯৯ টাকার, সেখানে Jio সিনেমার এই নতুন প্ল্যানটি আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্যান্ডেলে-https://twitter.com/nagarnama