সেন্ট্রাল মেক্সিকোয় ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল সেন্ট্রাল মেক্সিকোর উপকূলবর্তী এলাকা। কম্পনের মাত্রা ৬.৩। সোমবার সকালেই ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তরফে এক ট্যুইট বার্তায় এই খবর জানানো হয়েছে।
জানা গেছে, রাত দুটো নাগাদ কেঁপে ওঠে সেন্ট্রাল মেক্সিকোর উপকূলবর্তী এলাকা। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ক্ষয়ক্ষতি সংক্রান্ত তেমন কোনও তথ্যও মেলেনি।
উল্লেখ্য, গতকালই লাদাখে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে কোনও হতাহতের খবর মেলেনি।