খবর

মদের নেশায় চুর, বিয়ে করতে যেতেই ভুলে গেলেন পাত্র !

বিয়ের আয়োজন মোটামুটি সব হয়ে গেছে। কনের বাবা ব্যতিবস্ত অতিথি আপ্যায়ণে। একটু পরেই বিয়ের লগ্ন। বরপক্ষ এল বলে। তাই চলছে জোরকদমে প্রস্তুতি। কিন্তু এ কী ? এই অপেক্ষা যেন আর শেষ হয় না। লগ্ন পেরিয়ে যায় কিন্তু বরের আর দেখা নেই। অবশ্য এতে বরমশাইয়ের তেমন কোনও দোষ নেই। মদ খেয়ে রীতিমতো বেহুঁশ তিনি। তাই বিয়ে করতে যেতেই ভুলে গেলেন।

সম্প্রতি ‘মদ নিষিদ্ধ বিহারে’র এই ঘটনা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যতটা মজার বিষয় কোথাও যেন ঠিক ততটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। মদ খেয়ে কেউ বিয়ে করতে ভুলে যাবে তা অনেকেই কল্পনা করতে পারছেন না। গুণধর বরের নাম সন্তোষ কুমার মণ্ডল। বাড়ি ভাগলপুরের অতিচক গ্রামে। অন্যদিকে কনে নেহা মির্জাপুরের বাসিন্দা। দুই পরিবারের তরফে ১৪ মার্চ বিয়ের দিন ধার্য করা হয়। সবকিছু সেভাবেই চলছিল। কিন্তু বিয়ের দিন গলা অবধি মদ খেয়ে বেহুঁস হয়ে পড়ে সন্তোষ।

আরও পড়ুন : সাতপাকে না ঘুরলে আপনার বিয়ে আর বৈধ নয়!

বলাবাহুল্য পরের দিন হুঁস ফিরতেই ‘কর্তব্য সচেতন’ সন্তোষ বিয়ে করার জন্য কনের বাড়িতে হাজির হন। কিন্তু এবার বেঁকে বসে কনে। কনের কথায়, একজন মাতাল এবং মিথ্যাবাদী, যে তার নিজের দায়িত্বই বোঝে না; তার সঙ্গে সে তার বাকি জীবন কাটাতে পারবে না। কনের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন আত্মীয়-স্বজন। কিন্তু এখানেই শেষ নয়। এবার কনেপক্ষ বর ও বরের বাড়ির লোকজনকে আটক করে। তাদের দাবি, বিয়ের আয়োজন করতে অযথা অনেক টাকা খরচ হয়েছে। এবার তাই সব টাকা ফেরত চাই। পরে অবশ্য পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *