খবররাজ্য

সৌমিত্র-সুজাতার স্মৃতি ফিরিয়ে এবার BJP-তে যোগ মুকুট পত্নীর

রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন। ক্ষমতা দখলের লড়াইয়ে কার্যত কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া ও সবুজ শিবির। এই পরিস্থিতিতে কোথাও যেন একটু অস্বস্তিতে পড়ল তৃণমূল। সবাইকে অবাক করে দিয়ে গতকাল BJP-তে যোগ দিলেন রানাঘাট কেন্দ্রের প্রার্থী মুকুটমণি অধিকারীর (Mukut Mani Adhikari) স্ত্রী স্বস্তিকা মহেশ্বরী। BJP-র সভামঞ্চে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাত ধরে যোগ দিলেন তিনি, পাশাপাশি স্বামী মুকুটমণির বিরুদ্ধে তুললেন একাধিক অভিযোগ।

এদিন গেরুয়া শিবিরের সভামঞ্চে দাঁড়িয়ে জনসমক্ষে তুলে ধরলেন তাঁদের দাম্পত্য জীবনের কলহের কাহিনী। দর্শকদের উদ্দেশ্যে স্বস্তিকার বার্তা, ‘‘মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে।” তাঁর কথায়, মুকুটমণি অধিকারী তাঁকে কোনওদিন স্ত্রীর মর্যাদা দিতে চাননি। ডেনমার্কে থাকাকালীন তাঁকে জোর করে দেশে আনিয়ে বিয়ে করেছেন মুকুট। সমস্ত বিষয় কোর্টে জানিয়েছেন তিনি। এমনকি বিয়ের পরের দিন থেকেই মুকুটমণি ডিভোর্স চাইতে শুরু করেন। এছাড়াও মুকুটের বিরুদ্ধে ১ কোটি টাকা চাওয়ার অভিযোগ করেছেন স্বস্তিকা।

আরও পড়ুন : মোদির সভার আগেই জগদ্দলে মাঠ নষ্টের অভিযোগ,নেপথ্যে পার্থ ? কটাক্ষ অর্জুনের

উল্লেখ্য, গতবছরই মুকুটমণির সঙ্গে স্বস্তিকা মহেশ্বরীর বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার ১১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন স্বস্তিকা। যদিও সেইসময় মুকুট ছিলেন BJP-তে। তবে এবার স্ত্রী BJP-তে আর স্বামী তৃণমূলে। কোথাও যেন সৌমিত্র-সুজাতার স্মৃতি উস্কে দিলেন এই দম্পতি। এখন দেখার বিষয়, এই দল বদল রানাঘাটের ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *