খবররাজ্য

Loksabha Election 2024: ভোটার কার্ড তো বাড়িতে! ভোট দিতে গিয়ে ‘মাথায় হাত’ তৃণমূল প্রার্থী গোপাল লামার!

কলমে – আকাশ ভট্টাচার্য্য

দার্জিলিঙের তৃণমূল প্রার্থীর হলটা কী! শুক্রবার সকাল সকাল স্নান-পুজো সব সেরে নিজের বুথে ভোট দিতে গিয়ে পকেটে হাত ঢোকাতেই প্রার্থী দেখলেন, ভোটার কার্ডটাই তো নেই। তৃণমূল প্রার্থী গোপাল লামার এহেন কাণ্ড জানাজানি হতেই লাইনে থাকা ভোটারদের মুখেও তখন একগাল হাসি। শেষমেষ ভোটার কার্ড না নিয়ে আসায় ভোট দিতে পারলেন না দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দ্বিতীয় বার ঘরে গিয়ে ভোটার কার্ড এনে ভোট দিয়েছেন তিনি।

এদিন ভোরে উঠে শালুগাড়ার বৌদ্ধমঠে গিয়ে পুজো সারেন গোপাল লামা। আশীর্বাদ নেন বৌদ্ধ ভিক্ষুকদের কাছ থেকে। তারপরেই তিনি চলে আসেন নিজের এলাকার ভোটদান কেন্দ্রে।
শিলিগুড়ি প্রধাননগরের বাসিন্দা গোপাল বাবু, শিলিগুড়ি মার্গারেট স্কুলে তাঁর ভোটকেন্দ্র। ভোটের লাইনে দাঁড়িয়ে এদিন সকলের সঙ্গে খোলা মনে কথা বলেন তিনি। শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন তিনি। জয়ের বিষয়ে তিনি যে অত্যন্ত আশাবাদী, ভোট দিয়ে বেরিয়ে সেকথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

তবে দার্জিলিঙের সমতল এলাকার বুথগুলিতে শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা থাকায় সকালেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলে এসেছেন ভোটাররা। তবে তাপমাত্রার সঙ্গে সঙ্গে পাহাড়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে ভাবাচ্ছে বিজেপি প্রার্থীর জয়ের রেকর্ড। গত লোকসভা ভোটে প্রায় ৫৯.১৯ শতাংশ ভোট পাওয়া বিজেপির রাজু বিস্তাকে কতটা লড়াই দিতে পারবেন তৃণমূলের গোপাল লামা, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *