খবররাজ্য

LIVE : আছড়ে পড়ল রেমাল, ক্রমে শক্তি হারাচ্ছে

পূর্বাভাস অনুযায়ী সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ল রেমাল। বর্তমানে ক্রমে শক্তি হারাচ্ছে। তবে ঝড়ো হাওয়ার সঙ্গে জারি বৃষ্টি। বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। কলকাতায় এপর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Live Updates :

ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে মাঠে নামলেন রাজ্যপাল।

সাগরে রাস্তায় গাছ পড়ে ব্যহত যান চলাচল। রাস্তা পরিষ্কারের কাজ করছে NDRF।

কলকাতায় মৃত ১।

জলে ভাসছে কলকাতার একাধিক এলাকায়। বউবাজার এলাকায় হাঁটুজল।

আছড়ে পড়ল রেমাল।

শুরু হয়েছে ল্যান্ডফলের প্রক্রিয়া।

ঘণ্টা খানেকের মধ্যেই সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

পর্যালোচনা বৈঠক করছেন প্রধানমন্ত্রী।

IMD আধিকারিক সোমনাথ দত্ত জানান, গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে রেমাল। বর্তমানে খেপুপাড়ার দক্ষিণ – পশ্চিম দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বর্তমানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯৫-১০৫ কিলোমিটার।

রাত ১১ থেকে ১ টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি/ঘণ্টা। ক্রমে বাড়ছে বৃষ্টি।

কলকাতা পুলিশের তরফে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য নম্বর শেয়ার করা হয়েছে। হেল্পলাইন নম্বর হল- ০৩৩-২২১৪-১৯৮৮।

আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিদ্যুৎ বিপর্যয় হলে জানানো যাবে অভিযোগ। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কন্ট্রোল রুমের নম্বর হল ৮৯০০৭ – ৯৩৫০৩, ৮৯০০৭-৯৩৫০৪।

আগামীকাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে উড়বে না কোনও বিমান। বন্ধ রয়েছে ফেরি সার্ভিস।

কলকাতা পৌরনিগমের তরফে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *