ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের
মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করলেন CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম। এদিন ওই বুথে ভুয়ো এজেন্ট ও ভোটারকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এই ঘটনাকে ঘিরে রীতিমতো অশান্তি ছড়িয়ে পড়ে। মহম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীদের একাংশ।
ঘটনা প্রসঙ্গে বলতে দিয়ে মহম্মদ সেলিম বলেন, ‘ফর্ম চুরি করে বাম ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে বললেও সেক্টর অফিসার গ্রেপ্তার করছেন না। সকালে মেয়েদের মারধর করা হয়েছে। গলা টেপা হয়েছে। যাঁরা ভোট দিয়েছেন তাঁদের বলা হচ্ছে রাতে দেখে নেব। আমি নিজে রাতে এখানে আসব।‘ অন্যদিকে হিটলার সরকার নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ, ‘মহম্মদ সেলিম আমায় মেরেছেন। কলার ধরে টনেছেন। সাংবাদিকদের সামনে গায়ে হাত তুলেছেন। তাঁকে গ্রেপ্তার করতেই হবে।‘
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama