খবরদেশ

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ৮; নিখোঁজ বহু

ওয়েনাড়ে এখনও মিলছে মৃতদেহের খোঁজ। এর মাঝেই বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশ। গত ৭২ ঘন্টায় মেঘভাঙা বৃষ্টির জেরে মান্ডি, কুলু সহ নানা এলাকা কার্যত জলের তলায়। এপর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। উন্মত্ত বিপাশা ও পার্বতী নদী আশপাশের এলাকায় ধ্বংসলীলা চালাচ্ছে। একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়িঘর, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট। ব্যাহত স্বাভাবিক জনজীবন।

হিমাচল প্রদেশের সর্বাধিক ক্ষতিগ্রস্ত দুই জেলা হল কুলু ও মান্ডি। বর্তমানে সেখানে সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। হড়পাবানের কবলে পড়েছে কুলুর মালানা গ্রামটি। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। অন্যদিকে, বিপাশা নদীর জলে প্লাবিত চারুরু গ্রাম। ভূমিধসের জেরে বন্ধ বহু রাস্তা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যবাসীকে সতর্ক করেছেন। জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। সেনা ও বায়ুসেনাকেও খবর দেওয়া হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় তৎপর রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য পুলিশের পাশাপাশি উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন হোমগার্ড ও দমকল কর্মীরা। হিমাচলের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *