খবরখেলা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ড্র রিয়াল মাদ্রিদের

বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ও রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এদিন ভিনিশিয়াস জুনিয়রের (Vinicius Junior) শেষ মুহূর্তের পেনাল্টি থেকে করা গোলে ম্যাচ ড্র করতে সক্ষম হয় রিয়াল, যদিও প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা।

খেলার প্রথম মিনিট থেকেই ঘরের মাঠে বেশ আক্রমণাত্বক দেখায় বায়ার্ন মিউনিখকে। এরপর কিছুটা সামলে নিয়ে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিশিয়াস জুনিয়রের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল, যদিও এই গোলের পিছনে টনি ক্রুসের (Toni Kroos) অবদানও ছিল অনস্বীকার্য। এরপর প্রথমার্ধে দু’পক্ষই আর কোনও গোল করতে পারেনি, ৪৫ মিনিট শেষে খেলার ফলাফল দাঁড়ায় রিয়াল মাদ্রিদ ১-০ বায়ার্ন মিউনিখ।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন, মুহুর্মুহু আক্রমণ করে রিয়ালের বক্সে। ৫৩ মিনিটে বায়ার্নের লিরয় সেনের গোলে খেলার ফলাফল ১-১ হয়ে যায়। এরপরই ৫৭ মিনিটে বক্সের মধ্যে লুকাস ভাস্কেজের ফাউলে পেনাল্টি পায় বায়ার্ন মিউনিখ। কোনওরকম ভুল না করে গোল করে যান হ্যারি কেন (Harry Kane)। ম্যাচে ২-১ গোলে লিড পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বায়ার্ন। কিছুটা অপ্রত্যাশিত ভাবে ৮৩ মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, সেখান থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় ভিনিশিয়াস জুনিয়র। এখন দেখার ফিরতি লেগের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে কোন দল চ্যাম্পিয়ন্স লিগিরের ফাইনালে জায়গা করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *