অন্যরকমখবর

শতাব্দী পুরোনো পোস্টকার্ড মিলিয়ে দিল দুই প্রজন্মকে

শতাব্দী পুরনো এক পোস্ট কার্ড, হাতে লেখা ছোট্ট বার্তা। পিছনে ছাপা এডউইন হেনরি ল্যান্ডসারের আঁকা The Challenge(১৮৪৪)। ১২১ বছর পুরনো পোস্টকার্ডটি অবশেষে যখন তার গন্তব্যে পৌঁছালো, মুহূর্ত যেন এক পলকে থমকে গেছিল। গন্তব্যস্থল অবশ্য বর্তমানে Swansea Building Society। এখানেই এককালে ছিল সারি সারি বাড়িঘর।

১৯০৩ সালের ২৩ শে আগস্ট। এই দিনটিতেই এওয়ার্ট নামের একটি ছেলে তার বোন লিডিয়াকে এই পোস্ট কার্ডটি পাঠিয়েছিল। পোস্টকার্ডের ছবিটিতে দেখা যাচ্ছে বরফের মধ্যে ঝলমলে তারাদের নিচে একটি হরিণ, যেন অপেক্ষারত। দীর্ঘ এক শতাব্দী সে অপেক্ষা করেছে তার গন্তব্যে পৌঁছাতে।

একটু পিছিয়ে যাওয়া যাক ১৯০৩ সালে। আজকের এই অঞ্চলটি সেই সময় ছিল ঘনবসতিপূর্ণ। এখানেই লিডিয়া থাকতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এলাকাটি বোমায় ধ্বংস হয়ে যায়। পরে অবশ্য পুনর্গঠন করা হয়। ১৯২৩ সালে স্থাপিত হয় আজকের এই Building Society।

পোস্ট কার্ড হাতে পাওয়ার পরে সোসাইটির সদস্যরা সমাজমাধ্যমের সাহায্যে খুঁজে বার করেন এওয়ার্ট ও লিডিয়ার বংশধরদের। যেন শতাব্দি পুরনো আত্মীয়দের পুনর্মিলন ঘটছিল ২০২৪-এ। তাদের নাতি-নাতনিরা নিজেরাও যেমন এই অস্তিত্বের কথা জানতেন না, তেমনই একে অপরের সঙ্গে মিলিত হয়ে দারুন খুশি ও নস্টালজিক হয়ে পড়েন। আপাতত স্থির হয়েছে পোস্টকার্ডটিকে আর্কাইভে রাখা হবে।

পোস্ট কার্ড, ছোট আয়তাকার এক টুকরো বার্তা। কয়েক শতাব্দী আগে প্রিয়জনদের কাছে মনের কথা পৌঁছে যেত কিন্তু এই পোস্ট কার্ডের মাধ্যমেই। আজকের স্মার্টফোন হয়তো সেই সময়কার আবেগকে ঠিক বোঝাতে পারবে না।

আর্কাইভিস্ট Andrew Dulley বলছেন, ইতিহাস শুধুমাত্র একটি বক্সের মধ্যেই পড়ে থাকে না, ইতিহাস আমাদের চারিদিকেই থাকে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-

https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-

https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *